মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ মোঃ গোলাম কিবরিয়ার বিদায় জনিত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৪ জানুয়ারী শনিবার দুপুরে এ উপলক্ষ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
হাসপাতালের উপ-পরিচালক ডা. মোঃ জাকিউল ইসলামের সভাপতিত্বে ও মেডিসিন বিভাগের ডাঃ মানিক মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই মানপত্র পাঠ করেন হৃদরোগ বিভাগের ডাঃ টি. আই খান অসিম। এ সময় বিদায় অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন হাসপাতালের সদ্য বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ গোলাম কিবরিয়া বলেন, হাসপাতালে যোগদানের পর থেকে আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের সর্বাত্মক চেষ্টা করেছি।
হাসপাতালের সেবার মান জনগণের দৌরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, নিরাপত্তা বাহিনীসহ সকলের সমন্বয়ে দিন-রাত কাজ করে সেবার মান নিশ্চিত করার চেষ্টা করেছি। কার্ডিও ক্যাথল্যাব চালু, ১০ হাজার লিটারের গ্যাস সিলিন্ডার স্থাপন, আঞ্চলিক ট্রেনিং সেন্টার চালু, ১৬ শয্যা বিশিষ্ট আইসিইউ বেড চালুসহ রোগীদের শতভাগ ঔষধ প্রদান নিশ্চিত করার চেষ্টা করেছি। এই সবই সম্ভব হয়েছে হাসপাতালের সকল ডাক্তার কর্মকর্তা-কর্মচারী সকলের ঐকান্তিক প্রচেষ্টার ফলে। আশাকরি এই হাসপাতাল সামনের দিনগুলোতেও এই উন্নত সেবার মান বজায় রেখে রোগীদের সেবা দিয়ে যাবে।
অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন-হাসপাতালের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ জাকিরুল ইসলাম, সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) শেখ আলী রেজা সিদ্দিকী, মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ আব্দুল কাদের, হেপাটলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ চিত্ত রঞ্জন দেবনাথ, ডাঃ মোঃ হারুন অর রশিদ, সিনিয়র স্টোর অফিসার ডাঃ মোঃ রাহাত চৌধুরী,রেকর্ড কিপার ডাঃ মোঃ গোলাম মোস্তফা, সেবা তত্ত্বাবধায়ক শ্রীমতি ইভা রানী চন্দ্র, সিনিয়র স্টাফ নার্স মোঃ লুৎফর রহমান, স্টোর অফিসার মোঃ শাহজাহান, চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানসহ প্রমুখ।
এ সময় আরোও উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ আব্দুল হান্নান মিয়া, হাসপাতালের অর্থো সার্জারির প্রফেসর ডাঃ জাওয়ায়ের জাহান কবির, প্রফেসর ডাঃ আশুতোষ সাহা রায়সহ কর্তব্যরত চিকিৎসক, সেবক-সেবিকা ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।