সাইফুল ইসলাম তরফদার:
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা কালাদহ হাজি ফরিদ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষাথীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। গত সোমবার সকালে বিদ্যালয় চত্বরে কম্বল বিতরণ করেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি ডাঃ আব্দুল কুদ্দুস অবঃ।
এ-সময় উপস্থিত ছিলেন
হাজি ফরিদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান চৌধুরী, অবসরপ্রাপ্ত শিক্ষক সফর উদ্দিন, সহকারী শিক্ষক আবুল হোসেন মাস্টার, হেলাল উদ্দিন মাস্টার, সাবিনা ইয়াসমিন, এনি আক্তার প্রমুখ।
সহকারী সাবেক উপ-পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর ডাক্তার আব্দুল কুদ্দুস তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সুখে দুঃখে মানুষের পাশে থাকে। শিক্ষার আলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। তারই প্রমাণ হাজি ফরিদ আলী উচ্চ বিদ্যালয়। অত্র প্রতিষ্ঠানটি এমপি হয়েছে।
শিক্ষকদের রুটি রোজগারের পথ হয়েছে। আগামী দিনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞা বদ্ধ। ফুলবাড়িয়া উপজেলার সংসদ সদস্য আলহাজ্ব মোসলেম উদ্দিনের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠান এমপিও হয়েছে।