সাইফুল ইসলাম তরফদার:
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৮ জানুয়ারী)সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, ডাকাতি ও মাদক পরিস্থিতি রোধ এবং আদালতের পরোয়ানা ভুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে গত বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় ১৯ জনকে গ্রেফতার করে পুলিশ।
এর মাঝে পুলিশ পরিদর্শক রাসুল সামদানী আজাদের নেতৃত্বে একটি টীম চর পাড়া এলাকা থেকে প্রতারণা মামলার আসামী কবির, এসআই আসাদুজ্জমানের নেতৃত্বে একটি টীম দিঘারকান্দা বাইপাস (ঢাকা বাইপাস) সংলগ্ন থেকে দ্রুত বিচার মামলার আসামী জাহিদুল ইসলাম, মোঃ রিয়াজুল ইসলাম সোহাগ, মোঃ রশিদ, কাওসার আহেম্মেদ তুষারকে দেশীয় অস্ত্র সহ, এসআই নিরুপম নাগের নেতৃত্বে একটি টীম কেওয়াটখালী বর্মণপাড়া থেকে মাদক মামলার আসামী মোছাঃ রেহেনা আক্তারক ৩৮ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করে।
এদের মাঝে ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রয়েছে বলে পুলিশ জানিয়েছে। বুধবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যহত রয়েছে বলে পুলিশ জানায়।