
মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
১৮ জানুয়ারী ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র ইকরামুল হক টিটু এর সার্বিক তত্ত্বাবাধনে মসিক স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় সকাল থেকে বিকাল পর্যন্ত ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর কর্মকর্তা ও কর্মচারীদেরকে কোভিড ১৯ এর ৪র্থ ডোজ টিকা প্রদান কার্যক্রমের আয়োজন করা হয়।
উক্ত কার্যক্রম আয়োজনে সকলেই আনন্দে কোভিড ১৯ ৪র্থ ডোজ গ্রহন করে। এ সময় উপস্থিত ছিলেন মসিক নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী,মসিক স্বাস্থ্য প্রধান এইচ কে দেবনাথ,সহকারী সচিব আমিনুল ইসলাম জাহাঙ্গীর,নির্বাহী কর্মকর্তা (যান্ত্রিক) শফি কামাল,স্বাস্থ্য কর্মী রুপালী মজুমদার সহ প্রমূখ।
উল্লেখ যে মসিক স্বাস্থ্য বিভাগের খাদ্য ও স্যানওটেশন অফিসার দীপক মজুমদার কার্যক্রম কেন্দ্র পরিদর্শন করেন এবং নিজে ৪র্থ ডোজ গ্রহন করেন। মসিক খাদ্য ও স্যানিটেশন অফিসার জানান ১৮ বছর এবং তদুধর্ব বয়সী জনগোষ্ঠী ৪র্থ ডোজ ভ্যাকসিন নিতে পারবে এবং যাদের ৩য় ডোজ ভ্যাকসিন প্রাপ্তির চার মাস অতিবাহিত হয়েছে তারাও ৪র্থ ডোজ নিতে পারবে।