
মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
গত ০৯ জানুয়ারী ২৩ ইং বিকাল সাড় তিনটার সময় কোতোয়ালী থানাধীন ইটাখোলা রোডে জনৈক মোঃ আবুল মুনসুর এর বাড়ীতে দুর্ধষ চুরি সংঘটিত হয়।
জনৈক আবুল মুনসুর সহ তার পরিবারের লোকজন ঘটনার কিছুদিন র্পূব হইতে ঢাকায় থাকার সুযোগে চোর দিনের বেলায় বাসার মূল গেইট টপকে বাসা ও রুমের তালা ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণলংকার চুরি করে নিয়ে যায়।
এরূপ সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম এর নির্দেশনায় কোতোয়ালী মডেল থানার একটি টিম চোরাই মালামাল উদ্ধার ও চোরকে গ্রেফতারের জন্য ঘটনার আশপাশের সিসি ক্যামেরা পর্যালোচনা করে চোরকে সনাক্ত পূর্বক অভিযান পরিচালনা করে ঘটনার সহিত জড়িত চোর মোঃ মাহফুজুর রহমান তুহিন(২০), পিতা-মোঃ জুয়েল, সাং-আকুয়া চুকাইতলা বড়বাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ কে দ্রুততম সময়ে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
আসামীকে ০২ দিনের পুলিশ রিমান্ডে ব্যাপক পুলিশি জিজ্ঞাসাবাদে চোরের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৯ জানুয়ারী ২০২৩ ইং চোরাইকৃত মালামালের মধ্য হতে ০১ টি স্বর্নের আংটি,০১ জোড়া স্বর্নের বালা,০১ টি স্বর্নের চেইন ও নগদ ৫০০০০০/= (পাঁচ লক্ষ) টাকা উদ্ধার করেন। আসামী মোঃ মাহফুজুর রহমান তুহিন(২০) একজন দুর্ধষ চোর। তার বিরুদ্ধে ইতিপূর্বেও থানায় একাধিক চুরির মামলা রয়েছে।