ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর অষ্টম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারী)বাদ জোহর পল্লী বিদ্যুৎ জোনাল অফিস সংলগ্ন স্হানে জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বি এন পির যুগ্ম আহবায়ক আশিকুল হক আশিক।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বি এন পির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট রেজাউল করিম চৌধুরী। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা আব্দুল করিম সরকার। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বি এন পির যুগ্ম আহবায়ক মাসুদ আহমেদ মাসুদ, সাবেক কমিশনার আনিছুর রহমান আনিছ, সাবেক ছাএনেতা রফিকুল ইসলাম মাখন,জেলা যুবদলের সহ সভাপতি আনোয়ার সাহাদাত আনার, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরুল কায়েস এলিস, বিশিষ্ট ব্যবসায়ী বিএনপির নেতা মোঃ ফারুক হোসেন,শফিকুল ইসলাম, মোকাম্মেল,
স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কুদরত ই কামাল উজ্জ্বল, মৎস্যজীবি দলের আহবায়ক মোজাম্মেল হক মীর,উপজেলা ছাত্রদলের আহবায়ক দেলোয়ার হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক হাসমত আলী মন্ডল, সদস্য সচিব আলামিন,এজিএম ফাহাদ, কলেজ ছাত্রদলের আহবায়ক রোমান মিয়া, যুবদল নেতা সাওার, মজনু প্রমুখ। বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফারুক হোসেন,শফিকুল ইসলাম, মোকাম্মেল প্রমুখ।
এড. রেজাউল করিম চৌধুরী বলেন,বিএনপি’র নেতাকর্মীদের নামে গায়েবি মামলা দিয়েছে এই জালেম সরকার। রাজপথে নেমে এই অবৈধ সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে হবে। অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। শেখ হাসিনার সরকারের পাতানো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না।আগামী দিনের রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ।