সাইফুল ইসলাম তরফদারঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চলছে সিজারিয়ান অপারেশন। মঙ্গলবার সকালে দুইটি সিজারিয়ান
অপারেশন হয়েছে উপজেলার গরীব হতদরিদ্র দের মুখে হাসি।
জানাযায়, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমের ফসল। আগামী দিনে এই সরকারের উন্নয়ন কর্মকান্ড অব্যাহত থাকবে।
অপারেশন টিমে ছিলেন কনসালটেন্ট গাইনি এন্ড অব্স ডাঃ খাদিজা সিদ্দিক সুইটি, কনসালটেন্ট এনেসথেসিয়া ডাঃমোঃ মমিনুল ইসলাম,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম রেজা,ডাঃআনিয়া সুলআনা,সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফ উপস্থিত ছিলেন।নবজাতক ও মা উভয়ী সুস্থ আছেন।
কনসালটেন্ট গাইনি এন্ড অব্স ডাঃ খাদিজা সিদ্দিক সুইটি বলেন,আমার খুব আনন্দ লাগছে আমার বাড়ি ফুলবাড়িয়া উপজেলায় এলাকার মানুষের সার্বিক সহযোগিতা করতে পারছি।
কনসালটেন্ট এনেসথেসিয়া ডাঃমোঃ মমিনুল ইসলাম বলেন,আমাদের কোন কৃপণতা নেই। যেকোনো জেনারেল অপারেশন আসবে আমরা সব সময় প্রস্তুত আছি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃবিধান চন্দ্র দেবনাথ বলেন, এই অপারেশনের সবকিছুরই অবদান বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার। আমরা তার দিক নির্দেশনা অনুযায়ী কাজ চালিয়ে যাচ্ছি। এখন আর ময়মনসিংহ শহরের দালালের খপ্পরে পড়তে হবে না। ফুলবাড়িয়া হাসপাতালে সব জেনারেল অপারেশন চলে ।