
মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) এর কেন্দ্রীয় কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৩ ইং উপলক্ষে মত বিনিময় সভা ময়মনসিংহ বিভাগীয় বাপসা’র আয়োজনে ২৭ জানুয়ারী শুক্রবার বিকালে ময়মনসিংহ নগরীর মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভার উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক মোঃ ফজলুল হক। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) এর কেন্দ্রীয় কমিটির আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন সভাপতি পদপ্রার্থী মোঃ সোহরাব আলী, সভাপতি পদপ্রার্থী শেখ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আলতাব হোসেন,সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী আব্দুল্লাহ আল আমিন,সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মোঃ ইকবাল হোসেন সহ প্রমূখ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) এর কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মাহতাব উদ্দিন ।