
মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
ময়মনসিংহে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৩ ইং পালিত ।
গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বেলা ১১টায় ময়মনসিংহ নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটরিয়ামে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৩ ইং উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কর কমিশনার(কর অঞ্চল ময়মনসিংহ) ড. মোঃ শামসুল আরেফিন। তিনি বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে রাজস্ববোর্ড ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে দেশের প্রয়োজনীয় রাজস্ব আহরণ করে একদিকে যেমন সরকারি ব্যয় নির্বাহ নিশ্চিত করেছে, অন্যদিকে নিরবিচ্ছিন্নভাবে দেশের বৃহৎ প্রকল্পসমূহ বাস্তবায়নের প্রয়োজনীয় অর্থের যোগান দিয়ে চলছে। বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন যেমন-পদ্মা সেতু ,মেট্রোরেল, বিদ্যুৎকেন্দ্র নির্মাণসহ দেশের সামগ্রিক সমৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কাস্টমস কর্তৃক আহরিত রাজস্ব।
অনুষ্ঠানে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা(উত্তর) এর যুগ্ম কমিশনার রেজভী আহাম্মেদের সভাপতিত্বে এবং সহকারী রাজস্ব কর্মকর্তা শাহেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর ইসলাম ফকির সহ প্রমুখ।