মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
ময়মনসিংহ নগরীর ৩০ নং ওয়ার্ডের নিজকল্পায় জমি সংক্রান্ত বিরোধের হামলায় রোকসানা পারভীন (৪০),জাহাঙ্গীর আলম (৩০) নামে দুইজনের উপর হামলা হয়েছে বলে জানা গেছে।
গত ২৭ জানুয়ারী রোজ শুক্রবার বিকাল ৩ টার দিকে রোকসানা পারভীনের স্বত্ব দখলীয় মালিকানা ভূমিতে চাষাবাদ করে ধান লাগানোর সময় আসামী আজাহারুল ইসলামের নেতৃত্বে বাঁশের লাঠি,লোহার রড, রামদা নিয়ে ঝাপিয়ে পড়ে এলোপাথারি কুপাতে থাকে। এ সময় রোকসানা পারভীন ও জাহাঙ্গীর আলম গুরুতর ফাটা রক্তাক্ত জখম হয়।
পরে তাদের কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২য় তলার ৬ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিগন চিকিৎসাধীন অবস্হায় রয়েছেন। এ ব্যাপারে রোকসানা পারভীন বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় ১২ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিক্তিতে কোতোয়ালী অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ নগরীর ২ নং ফাঁড়ীর এসআই সোহেল রানাকে তদন্ত করে আইনানুগ ব্যবস্হা গ্রহনের নির্দেশদেন।