
ভালুকা প্রতিনিধি ঃ
ময়মনসিংহের ভালুকায় ৫০ পিস ইয়াবা ১ গ্রাম হিরোইন সহ রাতুল (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
শনিবার রাতে উপজেলার ভরাডোবা নতুন বাসষ্ঠ্যান এলাকায় মুলতাজিম স্পিনিং মিলের গেইটের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আসামী উপজেলার ভরাডোবা ইউনিয়নের আবুল হোসেনের পুত্র।
ভালুকা মডেল থানার সহকারী পুলিশ পরিদর্শক কাজল জানান,মাদক সহ জনতা তাকে আটক করে, আমাদের সংবাদ দিলে আমরা তাকে গ্রেফতার করি । তার নামে থানায় অন্য মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।