মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
২৯ জানুয়ারী রবিবার বিকালে ময়মনসিংহ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এর উদ্যোগে এবং ময়মনসিংহ জেলা পুলিশের ব্যবস্থাপনায় কম্বল বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম।প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি দেবদাস ভট্টাচার্য বলেন, বাংলাদেশ পুলিশ সব সময় অসহায়দের পাশে আছে এবং নানা ভাবে সহায়তা করে আসছে। তিনি আরোও বলেন, মুক্তিযুদ্ধকালে পুলিশ জীবন বাজি রেখে গৌরব অর্জন করেছে। যা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। শীতার্ত অসহায়দের উদ্দেশ্য তিনি বলেন আপনারা মুক্তিযুদ্ধের এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাথে থাকবেন।
জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ এনামুল কবির,অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ),আবিদা সুলতানা বিপিএম, পিপিএম,অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপস্)।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম, মোহাইমিনুর রশিদ, শাহীনুল ইসলাম ফকির, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ,পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সদস্যগণ সহ প্রমূখ। অনুষ্টানে পাঁচ শতাধিক অসহায়, ছিন্নমুল,পঙ্গুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।