Header Image

ভালুকায় কারখানায় ভয়াবহ আগুন

 

আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি ঃ

ময়মনসিংহের ভালুকার জামিরদিয়া এলাকার আরিফ কম্পোজিট নামের একটি সুতা প্রস্তুত কারক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে মালামাল পুড়ে ছাই হয়েছে।

বৃহস্পতিবার বেলা তিনটার দিকে কারখানাটিতে আকস্মিক আগুনের সুত্রপাত হলে ভালুকা ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান,খবর পেয়ে দু’টি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনের চেষ্ঠা চালাই।

পরে আগুনের ভয়াবহতা ক্রমশই বাড়তে থাকায় ময়মনসিংহ,ত্রিশাল,শ্রীপুর,গফরগাঁও থেকে ফায়ার সার্ভিসের আরো ৫টি ইউনিটসহ মোট ৭টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রনে কাজ করে। তাৎক্ষনিক ভাবে অগ্নিকান্ডের কারন ও ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে নিরাপত্তা জোরদারে মোতায়েন রয়েছে ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ-৫ সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!