Header Image

ভালুকায় জলাশয় রক্ষার্থে মানববন্ধন কর্মসূচি পালিত

 

আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি ঃ

ময়মনসিংহের ভালুকায় ১১ নং রাজেৈ ইউনিয়নে এস এম এগ্রো এন্ড ফিসারিজ কতৃক জোর পুর্বক মাছ চাষের পরিকল্পনা করায় , মংলাদারই বিলের উন্মুক্ত জলাশয়ে মাছ চাষও কৃষি জমি রক্ষার প্রতিবাদে এলাকার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মঙ্গলবার ৭ ফেব্রুয়ারী সকালে রাজৈ ইউনিয়ন পরিষদের সামনে রাজৈ গ্রামবাসীর উদ্যোগে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা,ইউপি সদস্য জামাল উদ্দিন ইউপি সদস্য সাজেদা খাতুন সহ নেতৃবৃন্দ। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর কাছে স্মারক লিপি প্রদান করা হয়।

স্থানীয় জনসাধারনের দাবী, আমরা হাজার হাজার অসহায় মানুষ মাছ ধরে বাজারে বিক্রি করে জীবন চালাই সেই টুকু আমাদের থেকে জবর দখল করে নিয়ে যাচ্ছে।আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

রাজৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা বলেন, মংলাদাইর বিলে প্রায় ৬৫ একর সরকারি জলাশয় রয়েছে, এই জলাশয়ের পানি দিয়ে প্রতিবছরের বোরো আমন মৌসুমে প্রায় দুই শতাধিক একর জমির সেচ কার্য চালানো হয়। এই বিলের পানি নিষ্কাসনের জন্য পাঁচ কোঠি টাকার প্রকল্প চলমান। এই মংলাদাইর বিল হয়ে আশপাশের ১০ টি বিলের পানি খিরু নদীতে গিয়ে পরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!