মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
তৃণমূল সাংবাদিকদের অনুপ্রেরণার প্রতীক আমাদের ময়মনসিংহ পত্রিকার প্রকাশক ও সম্পাদক কামরুল হাসান। তিনি একজন পরিশ্রমী সম্পাদক এবং ময়মনসিংহ নগরীর সকলের পরিচিত মুখ।
সকল মহলে তার গুণাগুন নিয়ে প্রায়ই আলোচনার করে সবাই। তিনি কথা কম বললেও ইংরেজিতে কথার ঝড় তুলেন। প্রতিদিন ময়মনসিংহবাসী লক্ষ্য করে থাকে একজন মাঝারি চেহারা গড়নের মধ্য বয়সী মানুষ দ্রুত হেঁটে যাচ্ছেন। হাতের নীচে বগলতোলায় ইংরেজি দৈনিক দ্যা ট্রাইবুনাল ও মুষ্টিবদ্ধ হাতে সাপ্তাহিক আমাদের ময়মনসিংহ।
তিনি হেঁটে চলছেন কখনও অতিদ্রুত কখনও অতি ধীরগতিতে। অনেক সময় তাকে দেখা যায় চিন্তামগ্ন আবার কখনো হাসিখুশী। বিভিন্ন অনুষ্ঠান,বিভিন্ন সেমিনার সাংবাদিক সম্মেলনে তিনি শেষ পর্যন্ত আছেন। এভাবেই দিন চলা শেষে সন্ধ্যা আসলেই তিনি বাসায় চলেন যান। সাংবাদিক কামরুল হাসানের বিরতিহীন সাংবাদিক জীবনের দ্বিতীয় ধাপ হল তিনি অত্যান্ত মর্মস্পর্শী ও মমতাময়ী।
তিনি অন্যের বিপদে ছুটে আসেন এবং কেউ অসুস্থ হলে তিনি তার খুঁজখবর নেন ও তাকে দেখতে যান। তিনি খুঁজে বেড়ান বস্তিতে বস্তিতে নিরন্ন ক্ষুধার্ত অসহায় রাজপথে পড়ে থাকা ছিন্নমূল পরিবারদের। তিনি ব্যাগে করে চুপিচুপি রাত দুইটা থেকে তিনটা পর্যন্ত এসব শীতার্ত অনাহারী মানুষদের কাছে খাদ্য ও পুরুনো কাপড়চোপড় আর কম্বল পৌঁছে দেন।
এসময় তিনি অসহায়দের বলেন আমার জন্য শুধু দোয়া করবেন। কামরুল হাসানের মাঝে সব গুনেই বহমান। তিনি মূলত স্বাধীনতাকামী ও সব সময়ই স্বাধীনতার পক্ষে কাজ করেন এবং মুক্তিযুদ্ধের চেতনার সৈনিক। তাই তিনি পারেন পেশাগত সাংবাদিকতার কঠিন বাস্তবতার বাইরে থেকেও নিজেকে করেছেন একজন পরোপকারী বন্ধু, আর্তপীরিত মানুষের বন্ধু,নিরন্ন মানুষের সহায়তাকারী বন্ধু
সেইসাথে একজন বিচক্ষণ দক্ষ সাংবাদিক। ইংরেজি দৈনিক The Tribunal এর ময়মনসিংহ ব্যাুরো প্রধান এবং আমাদের ময়মনসিংহ সাপ্তাহিক পত্রিকার প্রকাশক সম্পাদক মোঃ কামরুল হাসান।