
ভালুকা, ময়মনসিংহ প্রতিনিধি ঃ
ময়মনসিংহের ভালুকায় মংলা ধাইর নামক বিলের স্বার্থান্বেষী মহলের প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।
দুপুরে উপজেলার রাজৈ ইউনিয়নের মংলা ধাইর বিলের পার এলাকায় এম.এম এগ্রো এন্ড ফিসারিজের কর্তৃপক্ষ ও জমির প্রকৃত মালিকরা এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, যেখানে জমি সেখানে গাছ, যেখানে পানি সেখানে মাছ আর বাঁচবে জাতি, নইলে মাছ।
এসময় সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, এম.এম এগ্রো এন্ড ফিসারিজের পরিচালক মাহফুজ আকন্দ, ইউপি সদস্য মনিরুজ্জামান জামাল, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক বদরুদ্দোজা খান সহ জমির প্রকৃত মালিকরা।
গত কয়েকদিন যাবত একটি মহল বিলটি দখলের পায়তারা করায় এলাকাবাসীর ক্ষোভের সৃষ্টি হয়েছে।