সংশোধিত, প্রেস বিজ্ঞপ্তিঃ
০৮/০২/২০২২ ইং বিকেলে পশ্চিম বাজারস্হ ফুলবাড়ীয়া উপজেলা জাপা কার্যালয়ে, ফুলবাড়ীয়া উপজেলা জাতীয় কৃষক পার্টি, র ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে “আলোচনা সভা ও কেক কাটা” উপজেলা জাতীয় কৃষক পার্টি র আহ্বায়ক মো:আকরাম সরদারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মো:আরিফ হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিঁথি হিসেবে ভার্চুয়ালী যোগদান করেন ও বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটি র সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা জাপা র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্বা মাহফিজুর রহমান বাবুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া উপজেলা জাপা র আহ্বায়ক ও ময়মনসিংহ জেলা জাপা র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নাজমুল হক সরকার, উপজেলা জাপা র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বি এস সি, উপজেলা জাপা র সদস্য সচিব ও ময়মনসিংহ জেলা জাপার অন্যতম সদস্য এড. হাবিবুর রহমান হাবিবুল্লাহ।
আর ও বক্তব্য রাখেন, উপজেলা জাপার যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফসিদ্দিীকী,খায়রুল আনাম সিদ্দিীকী মুকুল, উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি র আহ্বাবায়ক তোফাজ্জল হক তোতা, হাকিম মনির, নাসরিদ ইসমাইল,পলক মন্ডল, নূরুল ইসলাম নাহিদ প্রমূখ।