
মফিদুল ইসলাম (ময়মনসিংহ)
বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারী ময়মনসিংহ নগরীর আফরোজ খান মডেল স্কুল এর ৮ম বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্কুল ক্যাম্পাসে আয়োজিত বার্ষিক মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু ।
আফরোজ খান মডেল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আফরোজ উদ্দিন খান এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফরোজ খান মডেল স্কুলের নির্বাহী কমিটির সভাপতি হাসিনা আফরোজ খান, ময়মনসিংহ জেলা সরকারি শিক্ষা অফিসার এবিএম আজহারুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলার শিবপুর এল ইউ আলিম মাদ্রাসা সহকারী শিক্ষক ও আফরোজ খান মডেল স্কুলের প্রাক্তন সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মোঃ আশিকুল ইসলাম ।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন বার্ষিক মিলাদ উদ্যাপন কমিটির আহ্বায়ক ও আফরোজ খান মডেল স্কুলের সহকারী শিক্ষক মোঃ কফিল উদ্দিন সকল শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক, ছাত্র, ছাত্রী সহ প্রমূখ।
অনুষ্ঠান সূচির মধ্যে ছিল পবিত্র কুরআন তেলাওয়াত, হামদ্ ও নাত, মিলাদ পাঠ ও মোনাজাত এবং পুরস্কার বিতরণী ।