সাইফুল ইসলাম তরফদারঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়ার জীবন্ত কিংবদন্তি, জাতীয় সংসদ সদস্য ও সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব মো. মোসলেম উদ্দিন এঁর সাথে ফুলবাড়িয়া উপজেলার সর্বোচ্চ কর্তাব্যক্তি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদসহ উপজেলা প্রশাসন সদরের শহীদ মিনার পুষ্পস্তবক অর্পণ করেন।
তার পর আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দলবেঁধে এসে ফুলবাড়ী উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকালে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের নেতৃত্বে হাজারো জনতার বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।