ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের সদর উপজেলার ১২নং ভাবখালী ইউনিয়নের নারায়নপুর গ্রামের মহিলা মেম্বার রুনা বেগম আদুরীর বাড়ী সংলগ্ন এলাকার যুব সমাজের উদ্যোগে নির্মিত শহীদ মিনারে যুবকদের সাথে নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ইউনিয়নের সাবেক ছাত্রনেতা ও বঙ্গবন্ধু সৈনিক লীগ ময়মনসিংহ জেলা শাখার সদস্য সাংবাদিক আরিফ রববানী।
প্রথমবারের মতো নিজেদের এলাকায় নির্মিত শহীদ মিনারে একুশের প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে এলাকার শিক্ষার্থী,দলীয় নেতাকর্মী ও যুবকরা ফুল হাতে শহীদ মিনার প্রাঙ্গণে হাজির হয়ে ভাষা সৈনিকদের স্মরণে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য আলামিন,জাতীয় শ্রমিকলীগ ভাবখালী ইউনিয়ন শাখার আহবায়ক জুয়েল মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম,আকাশসহ এলাকার শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দরা।
এই এলাকায় কোন শহীদ মিনার না থাকায় প্রথমবারের মতো নিজেদের নির্মিত শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারায় ব্যাপক উৎসাহ ছিলো স্থানীয় শিক্ষার্থী ও নেতাকর্মীদের মাঝে।
এছাড়াও দিবসটি পালন করার লক্ষে স্থানীয় যুবসমাজের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।