
ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা কৃতিসন্তান যুবদল কেন্দ্রীয় সংসদের প্রচার সম্পাদক আব্দুল করিম সরকার নির্বাচিত হয় আনন্দ মিছিল।
গতকাল বুধবার সন্ধ্যায় ফুলবাড়িয়া উপজেলা সদরে আনন্দ মিছিল বের করে বিএনপি ও যুবদল নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মাসুদ আহমেদ মাসুদ, বিএনপি নেতা রফিকুল ইসলাম মাখন, জেলা যুবদলের সহ-সভাপতি আনোয়ার সাদাত আনার, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ইমরুল কায়েস এলিস,পৌর যুবদলের সাধারণ সম্পাদক লুৎফর কবির সালেক,যুবদল নেতা আব্দুল লতিফ মন্ডল, আকরাম শিকদার, মৎস্যজীবী দলের আহ্বায়ক মীর মোজাম্মেল হকপ্রমুখ।
নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের দিকনির্দেশনা জালেম সরকারকে বিতাড়িত করবো। ফুলবাড়িয়া উপজেলায় আব্দুল করিম সরকারের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ।