সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ প্রতিনিধিঃ
মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়িয়া উপজেলা শাখার উদ্যোগে ব্যাপক কর্মসুচি পালিত হয়েছে।
এ লক্ষে মহান একুশে ফেব্রুয়ারি সকালে পৌর ভবনের সামনে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি, কালোব্যাজ ধারন, সাড়ে আটটায় মিছিল পুর্ব সমাবেশ, নয়টায় মিছিল এবং মিছিলশেষে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় মিছিল পুর্ব সমাবেশে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সদস্য এড.আব্দুর রাজ্জাক,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এড. একেএম শামসুল হুদা, উপদেষ্টা ডাঃ এমদাদুল হক খোকন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, ময়েজ উদ্দিন তরফদার,,এড. আবুল কাশেম মুছা, অধ্যাপক আবুল হোসেন,আইন বিষয়ক সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন হেলাল,উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ আব্দুল কদ্দুস, যুবলীগের যুগ্ন আহবায়ক মঞ্জরুল হক রাসেল, তাতীলীগের সভাপতি চান মিয়াসহ অন্যান্যারা বক্তব্য রাখেন।
এড. ইমদাদুল হক সেলিম বলেন, একুশ মানে চেতনা। গত ১৪ বছরে আওয়ামী লীগ ব্যাপক উন্নয়ন করে বাংলাদেশকে স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তুলছেন। বাংলাদেশকে ডিজিটাল দেশে রুপান্তর করেছে।আগামীতে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে শেখ হাসিনা এগিয়ে চলছেন।