Header Image

ফুলবাড়িয়ার আলাদীনস পার্কে অনৈতিক কর্মকান্ড : রিসোর্ট সীলগালা

 

সাইফুল ইসলাম তরফদার  :

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আলাদীনস পার্কে অনৈতিক কার্যক্রম চালানোর অভিযোগে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। অভিযানে ১৩ জন কপোত কপোতিকে আটকসহ পার্কের ১৮ রুমে রিসোর্ট সীলগালা করা হয়।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদুল করিম।

আলাদীনস পার্ক বিনোদন পার্ক হিসাবে চললেও ভিতরে ১৮ টি কক্ষে রাত দিন চলছিল দেহ ব্যবসা। বুধবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে পার্কে অভিযান চালান ভ্রাম্যমান আদালত। এ সময় ১৩ জন কপোত কপোতীর কাছ থেকে  ৪৩ হাজার ৫শ ৬৪ টাকা জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেয়া হয়।

পার্কের ভিতরে ১৮ রুমের রিসোর্ট সীলগালা করে দেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার, আনসার ভিডিপি অফিসার রত্না ইসলাম, ওসি তদন্ত মো. শফিকুল ইসলাম, এনায়েতপুর ইউপি চেয়ারম্যান বুলবুল হোসেন উপস্থিত ছিলেন।
৩ জন অপ্রাপ্ত বয়ষ্ক কিশোরীকে তাদের অভিভাবকদের জিম্মায় দেয়া হয়।

তবে এদের একাংশ শিক্ষার্থী, অধিকাংশই নানা পেশায় জড়িত মানুষজন। কেউ চাপে পড়ে অথবা অপারগতার কারণে এখানে এসে জুটেছেন।  পুরুষ অপরাধীদের প্রায় সকলেই পেশায় ড্রাইভার।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম জানান, পার্কটির ভিতরের সামাজিক পরিবেশ খুব নাজুক। অসামাজিক কার্যকলাপ চলায় পার্কের ১৮ রুমের রিসোর্ট সীলগালা করে দেয়া হয়েছে। পার্ক কতৃপক্ষের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!