Header Image

ফুলবাড়িয়ার ফারুক চেয়ারম্যানের জ্যেষ্ঠ পুত্র শিমুল আর নেই 

 

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক এর জ্যেষ্ঠ পুত্র ও আছিম শাহাবুদ্দিন ডিগ্রী কলেজের ছাত্রদলের সাবেক সভাপতি মো: ইমরুল কায়েস শিমুল (৩৫)ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (২৩ ফ্রেরুয়ারী)দিবাগত রাত ১.৩০মি: এ চিকিৎসাধীন অবস্থায় ঢাকা স্কয়ার হাসপাতালে মৃত্যু বরন করেন। মরহুমের জানাজা নামাজ শুক্রবার বাদ আসর তার নিজ বাড়ি কুটিরা মাদ্রাসার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে পরে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করেন।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর নিকট দোয়া করবেন সকলেই আল্লাহ যেন মরহুম শিমুলকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন। আমিন।
শিমুল ছাত্রজীবনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। একজন সৎ মানুষ ছিলেন।

মরহুমের রুহের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন কেন্দ্রীয় যুবদলের প্রচার সম্পাদক  মোঃ আব্দুল করিম সরকার, উপজেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক এড. রেজাউল করিম চৌধুরী,আশিকুল হক আশিক,ফুলবাড়িয়া(ময়মনসিংহ)সমিতি ঢাকার  সাবেক সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম ছারোয়ার খান জাকির, কেন্দ্রীয় যুবদল নেতা আব্দুল আজিজ,বিশিষ্ট ব্যবসায়ী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদদীন হল ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজহারুল আলম রিপন,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম  কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইসরাফিল আলম রাফিল, প্রেসক্লাব ফুলবাড়িয়ার সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম তরফদার, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আসাদ প্রমুখ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!