Header Image

ফুলবাড়িয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা উদ্বোধন

 

সাইফুল ইসলাম তরফদার ময়মনসিংহ প্রতিনিধিঃ

 

স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যে ফুলবাড়িয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৫ ফেব্রয়ারি) সকাল এগারটায় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়।  সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন শর, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মোজাম্মেল হক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আমজাদ হোসাইন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামান, খামারী আঃ বছিরসহ সাংবাদিক নেতৃবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।

আমন্ত্রিত অতিথীবৃন্দ ভেটেরিনারী হাসপাতাল ফুলবাড়িয়ার অধীনে স্টল পরিদর্শন শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। মেলায় ৫০টি স্টল অংশগ্রহণ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!