Header Image

ঘাগড়ায় ওয়ার্ড সেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

 

স্টাফ রির্পোটারঃ

ময়মনসিংহের সদর উপজেলার ঘাগড়া ইউনিয়ন অন্তর্ভুক্ত ১,২,৩,৪,৫,৬ নম্বর ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ ফ্রেবুয়ারী) বিকালে ঘাগড়া বাড়েরা কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনের উদ্ধোধন করেন
সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জনাব প্রকৌশলী রাজিবুল আলম বিপ্লব।

ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো.
মোস্তাফিজুর রহমান আনোয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক নাসিম আহমেদ সাগরের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন ময়মনসিংহের কৃতিসন্তান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারন সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সদ্য সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফখরুল।এই সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন
আওয়ামীলীগ-স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্মেলনে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির সুখ-শান্তির জন্য স্বাধীনতার সংগ্রাম করেছেন। সেই সময়ে পাকিস্তানের দু:শাসনের মধ্যে জাতির পিতা ১৩ বছর কারাগারে ছিলেন। তার এই ত্যাগের বিনিময়ে ১৯৭১ সালে আমরা স্বাধীনতা অর্জন করেছি। বর্তমান বাংলাদেশ সরকার দেশ পরিচালনায় বিশ্বের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত। দেশ আজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এখন শহরের সাথে তাল মিলিয়ে গ্রাম-গঞ্জেও উন্নয়নের ছোঁয়া লাগছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃণমূলে সংগঠনকে আরো গতিশীল করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে স্বেচ্ছাসেবকলীগ কর্মীদের নিরলসভাবে কাজ করার বিকল্প নেই।

সম্মেলনে ১ নং ওয়ার্ডের সভাপতি করা হয়েছে মোঃ সোহাগ ও সাধারণ সম্পাদক করা হয়েছে আলমগীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আকরাম হোসেন,২ নং ওয়ার্ডের সভাপতি করা হয়েছে মোঃ নবী হোসেন ,সাধারণ সম্পাদক করা হয়েছে মোঃ আলম মিয়া ,ও সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মোঃমারুফ হোসেন,
৩ নং ওয়ার্ডের সভাপতি করা হয়েছে মোঃ আব্দুল হালিম( বাচ্চু) , সাধারণ সম্পাদক করা হয়েছে মোঃ শাহিন সরকার (শাহিন),সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মোঃআরিফ মিয়া,৪ ওয়ার্ডের সভাপতি করা হয়েছে মোঃ আমিরুল ইসলাম,সাধারণ সম্পাদক করা হয়েছে মোঃ পলাশ মিয়া,ও সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মোঃ কামাল মিয়া,৫ নং ওয়ার্ডের সভাপতি করা হয়েছে মোঃ সুমন মিয়া, সাধারণ সম্পাদক করা হয়েছে শামছুল ইসলাম মিন্টু, ও সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মাসুদ রানা, ৬ নং ওয়ার্ডের সভাপতি করা হয়েছে মোঃ মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক করা হয়েছে আরিফুল ইসলাম আকন্দ, ও সাংগঠনিক সম্পাদক করা হয়েছে গিয়াস উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!