Header Image

বন্ধ গণমাধ্যম খুলে দেয়ার দাবিতে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের মানববন্ধন

 

ময়মনসিংহ প্রতিনিধি:

সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, দিগন্তটিভি ও আমার দেশসহ বন্ধ গণমাধ্যম খুলে দেয়ার দাবিতে এবং দৈনিক দিনকালের ডিক্লেয়ারেশন বাতিলের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসুচী পালন করেছে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ-জেইউএম।

রোববার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসুচীতে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম-সম্পাদক আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর, সাংবাদিক কামরুল হাসান, ইউসুফ আকন্দ মুজিবুর, আব্দুস সাত্তার প্রমূখ।

কর্মসুচীতে সাংবাদিক এম এ মোতালেব, কামরুজ্জামান লিটন, সাজ্জাদুল ইসলাম, এবি সিদ্দিক খসরু, সিরাজুল ইসলাম, জয়নাল আবেদিন, মজিবুর রহমান, রফিকুল ইসলাম রফিক, নাজমুল হক, মাসুদ রানা, রাসেল আহম্মেদ, মোহাম্মদ আলী উজ্জল, আশিকুর রহমান মিঠুন, রফিক মড়লসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!