ময়মনসিংহ প্রতিনিধি:
রবিবার (২৬ ফ্রেরুয়ারী)সকাল থেকে সিএনজি চালকের উপর মারধর করার কারনে সিএনজি বন্ধ।
জানাযায়, লিটন মাষ্টার দীর্ঘদিন যাবৎ সিএনজি চালকদের উপর অত্যাচার নির্যাতন করে আসছে।সিএনজি চালকদের প্রতি গাড়ি থেকে চাঁদা আদায় করে।
সিএনজি চালক চান মিয়া (৪০)কে হঠাৎ করে এসে আক্রমণ করে।
আমরা চালকরা দীর্ঘসময় পরিশ্রম করেও অন্ন-বস্ত্রসহ-ছেলেমেয়েদের শিক্ষার খরচ চালিয়ে মাস শেষে ঘরভাড়াটাও দিতে কষ্ট হয়। পরিবার পরিজন অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করতে পারি না। সিএনজির টিকিট মাষ্টার আমাদের কাজ থেকে চাঁদা নেয় তার পরেও সিএনজি চালকদের কে মারধর করে।
আমরা দীর্ঘদিন ধরে সিএনজি চালকরা চাঁদাবাজ লিটনের অত্যাচার সহ্য করে আসছি। দিন দিন তা বেড়েই চলেছে।হাট কালিবাজার টু ফুলবাড়িয়া সিএনজি চলে ৯৫ টি।হাট কালিবাজার ৩০ টাকা, পৌরসভা ১০ টাকা, ফুলবাড়িয়া স্টেশনে ৪০টাকা মোট ৮০ টাকা। প্রতিদিন ৭ হাজার ৬ শত টাকা হাতিয়ে নিচ্ছে সিএনজি স্টেশনের টিকিট মাষ্টার গংরা।লিটল মাস্টারকে অপসারণ না করলে আমাদের ধর্মঘট চলবে।
সিএনজি চালক চান্দালি বলেন,দীর্ঘদিন যাবৎ চালকদের উপর অত্যাচার করে। আমরা এখন অতিষ্ঠ হয়ে গেছি।এজন্য সিএনজি বিষয়টি সুরাহা না হওয়ার আগ পযন্ত ধর্মঘট চলবে।
সিএনজি চালক রফিকুল ইসলাম বলেন,লিটন আমাকে ও আমার মেয়ে জামাইসহ তাকে অপমান করেছে। আমরা চাঁদা দেই তার পরেওএই অত্যাচার। আমরা তার বিচার দাবি করছি। পাশাপাশি লিটল মাস্টার অপসারণ দাবি করছি।
হাটকালি বাজারের টিকিট মাস্টার লিটন বলেন,
আমি সহজেই সিএনজি চালকদের উপর হাত তুলি না।শনিবার এর রাতে চান মিয়াকে একটা পাপ্পুর দিয়েছি।