আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি ঃ
ময়মনসিংহের ভালুকায় ভরাডোবা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৬ ফেব্রুয়ারী সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ভরাডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম তরফদারের সভাপতিত্বে ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডঃ নুরুল হক সাবেক ডিন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, অধ্যাপক আব্দুল বারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বাবুল, ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক,ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আফতাব উদ্দিন পাঠান,সহ অত্র প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী অভিবাবকরা উপস্থিত ছিলেন। পরে ক্রীড়া অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।