ময়মনসিংহ প্রতিনিধিঃ
ঈশ্বরগঞ্জে দ্রব্যমূল্য সম্বলিত তালিকা না থাকায় ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার পৌর বাজারে বিভিন্ন মনোহারী দোকানে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভুমি মাহাবুবুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত ইতি পূর্বে উপজেলার সকল ব্যবসায়ীকে দ্রব্যমূল্য সম্বলিত তালিকা হালফিল করে দোকানে ঝুলিয়ে রাখার জন্য নির্দেশ প্রদান করেছিল। নির্বাহী আদেশ তোয়াক্কা না করে মূল্য চার্ট না ঝুলিয়ে ব্যাবসা পরিচালনা করায় আদালত মারফত চেয়ারম্যান কমপ্লেক্সের শ্যামল স্টোরকে এক হাজার টাকা ও মিনতী স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করে।
এসময় ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।