সাইফুল ইসলাম তরফদার :
ভোটার হব নিয়ম মেনে, ভোট দেব যোগ্যজনে’ স্লোগানের আলোকে ফুলবাড়িয়ায় ৫ম জাতীয় ভোটার দিবসে উপজেলা পরিষদ চত্বর হতে র্যালি বের করা হয়।
বৃহস্পতিবার (২ মার্চ) ভোটার দিবসের আয়োজন করে উপজেলা নির্বাচন অফিস। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল রায়হান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রমুখ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।