Header Image

আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান মেয়র টিটু

 

মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)

বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবন্ধ হয়ে আবারও নৌকায় ভোট দেওয়ার আহবান জানান মসিক মেয়র ও ময়মনসিংহ ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি মেয়র মোঃ ইকরামুল হক টিটু ।

তিনি বলেন দেশের উন্নয়ন নিশ্চিতে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দিতে হবে, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ মানুষের উন্নয়নের রাজনীতি করে, আওয়ামী লীগের হাত ধরেই দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।

৪ মার্চ শনিবার বেলা ১১ টায়, ভাষা সৈনিক,শামসুল হক মুক্তমঞ্চে দেশব্যাপী বিএনপি জামাত চক্রের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসবকথা বলেন। ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের অন্তর্গত আজকের এই শান্তি সমাবেশে,১,২,৩,৪,৫,৬,৭,৮৯,১০,১১,১২ নং ওয়ার্ডের নেতাকর্মীরা এ সমাবেশে অংশগ্রহণ করে।

উক্ত সমাবেশে আরোও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গোলাম ফেরদৌস জিল্লু, সাবেক সহ-সভাপতি আব্দুর রহমান আল হোসাইন তাজ, সাবেক সহ-সভাপতি শাহজাহান পারভেজ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর শহীদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক রিপন, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরিফ,সাবেক আইন সম্পাদক মোঃ তাজুল ইসলাম খোকন সহ প্রমূখ।

৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হাফিজ এর সভাপতিত্বে এবং ০৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব সরকার বিল্লু এর সঞ্চালনায় আরোও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র -০৩ শামীমা আক্তার, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. রাশিদা তাহমিনা প্রীতি, ১,২,৩ নং ওয়ার্ড মহিলা কাউন্সিল সেলিনা আক্তার, মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য আনোয়ারা খাতুন এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!