আনোয়ার হোসেন তরফদার ঃ
ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়ন শিক্ষক কর্মচারী ও কল্যান সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৪ মার্চ ভরাডোবা বাসস্ট্যান্ড হতে বনভোজনের উদ্দেশ্যে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার গাবরাখালি পিকনিক স্পট পরিদর্শন শেষে, শিক্ষকদের মাঝে বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়।
শিক্ষকদের মাঝে লটারির ব্যবস্থা করা হয়, লটারিতে বিজয়ীদের মাঝে বিভিন্ন পুরস্কার তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রবিন শিক্ষক আলহাজ্ব ইদ্রিস আলী, বাবু বিরেন চন্দ্র রায়,সাইদুর রহমান পাঠান। ভরাডোবা ইউনিয়ন শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক মোকাদ্দেস উর রহমান, কোষাধ্যক্ষ মাওলানা ইব্রাহিম খলিল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাষক, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক সহ নেতৃবৃন্দ।