সাইফুল ইসলাম তরফদার :
ঐতিহাসিক ৭’ই মার্চে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করলো ফুলবাড়িয়া আওয়ামী লীগ।
ঐতিহাসিক ৭’ই মার্চ ১৯৭১ আজকের এই দিনে বাঙালি জাতির মুক্তির মহানায়ক, হাজার বছরের আরাধ্য পুরুষ, সারা বিশ্বের শোষিত ও বঞ্চিত মানুষের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে স্বাধীনতার ডাক দিয়েছিলেন |
আজ দিবসটি উদযাপন উপলক্ষে জাতির পিতা আদর্শে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা উপজেলা সদরে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে জমায়েত হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, অধ্যাপক আবুল হোসেন, শামছুল হক চেয়ারম্যান, ডাঃ তোফাজ্জল হোসেন,
দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ওয়াদুদ আকন্দ দুদু,
ইউপি চেয়ারম্যান বুলবুল হোসেন,জয়নাল আবেদীন বাদল, রফিকুল ইসলাম চৌধুরী মুক্তা প্রমুখ।
এছাড়া উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম বলেন, আগামী নির্বাচনে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হলে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। শেখ হাসিনা ও শেখ হাসিনার সরকার ফুলবাড়িয়া সহ সারাদেশে ব্যাপক উন্নয়ন করেছেন। শেখ হাসিনার এই উন্নয়ন বেশি করে প্রচার করতে হবে।