আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি ঃ
ময়মনসিংহের ভালুকায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৮ মার্চ বিকালে ভালুকা নতুন বাসস্ট্যান্ডে স্বেচ্ছাসেবক লীগের অস্থায়ী কার্যালয়ে, আগামী ১১ মার্চ শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ময়মনসিংহ বিভাগে আগমন উপলক্ষে, কিভাবে জনসমাবেশ সফল করা যায় এ বিষয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব জাকির হোসেন শিবলীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক কে বি এম আসাদুজ্জামান সানার সঞালনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুল হক সোহাগ, সাংগঠনিক সম্পাদক বদরুল হাসান আরিফ, দপ্তর সম্পাদক শেখ রাসেল।
পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রতন মন্ডল, স্বেচ্ছাসেবক লীগ নেতা হারুন খুররম সহ ইউনিয়ন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ।