ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপনে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্ত¡র থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে ইউএনও হাফিজা জেসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এমপি ফখরুল ইমাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার।
বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জুহরা, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, প্রেস ক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, সিনিয়র মৎস কর্মকর্তা সানোয়ার রাসেল, আর.এম.ও ডাঃ জাহিদুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মায়া রাণী সরকার প্রমুখ।