জাহাঈীর আলম
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রেনে কাটা পড়ে রুহুল আমিন খান মুজাহিদী ওরফে সুলতান খান (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার ভোরে ময়মনসিংহ-ভৈরব রেল লাইনের উপজেলার সৈয়দ ভাকুরী গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের ভাতিজা বদরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত ব্যাক্তি উপজেলার সোহাগী ইউনিয়নের চট্টি গ্রামের মৃত আব্দুল মুমিন খানের পুত্র।
এলাকাবাসী ও পরিবারিক সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর সে আর বাড়িতে ফিরেনি। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। ট্রেনে কাটা পড়ে বাম পা কেটে যায় এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
নিহতের ভাতিজা বদরুল আলম খান বলেন, তার চাচা সুলতান খান মানসিক ভারসাম্যহীন ছিলেন। সে একজন সেনা সদস্য ছিলেন। ৭ বছর চাকরি করার পর চাকুরীচ্যুত হন।
এবিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, সেনা সদস্য নিহতের ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না।
এসম্পর্কে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, শুনেছি একজন সেনা সদস্য রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। এটি রেলওয়ে জিআরপি থানা পুলিশের বিষয়।