
আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি ঃ
ময়মনসিংহের ভালুকায় ইত্তেফাক ব্লাড ডোনার্স সোসাইটির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলা হলরুমে মাওলানা মোঃ আশরাফুল আলম হাবিবীর সভাপতিত্বে মুফতি জাকারিয়া ও রাকেশের সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাপোলো ইন্সটিটিউট অব কম্পিউটার অধক্ষ্য শামসুর রহমান।
আরও উপস্থিত ছিলেন,মুফতি শহীদুল্লাহ নিশাইগন্জী,কবি ও শিক্ষক শফিকুল ইসলাম, মাওলানা আজিজুল হক সরকার,ডাঃ সোহেল রানা মাওলানা মাহফুজুর রহমান,মাওলানা মতিউর রহমান,মুফতি মনির হোসেন মুফতি নিজাম উদ্দিন,মুফতি জাহিদুল ইসলাম,হাফেজ নজরুল ইসলাম।
স্বেচ্ছাসেবীদের মাঝে উপস্থিত ছিলেন,রমিজ রোহান,রাকিব হাসান রাজু, হাফেজ নাজমুল হক তারাব,রকি,মামুন রহমান মুন্না,জুনায়েদ হোসেন জিহাদ, এম জাহিদ হাসান,মোকরামিন আহমদ,রিপন,শরীফ,আবু রায়হান রাজিব প্রমুখ।
উল্লেখ্য,গত শীতে দশ ধাপে শীত বস্ত্র বিতরণ, গত এক বছরে ৩২৬ জন রোগীকে রক্তদান এবং পাঁচ ধাপে প্রায় ১৫০০ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে বলে জানিয়েছে ইত্তেফাক ব্লাড ডোনার্স সোসাইটি।