মোঃ আসাদুল ইসলাম মিন্টু, ত্রিশাল প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার ১নং ওয়ার্ড নামাপাড়া (বটতলায়) অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা-প্রতিষ্ঠান কবি নজরুল বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৩ই মার্চ সোমবার সকালে বিদ্যালয় মাঠে কবি নজরুল বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি এটিএম মনিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ও ত্রিশাল উন্নয়ন ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আতাউর রহমান সেলিম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, কবি নজরুল বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান, অনুষ্ঠানে উদ্বোধন করেন (জে.এন.এন ট্রেড লিঃ ঢাকা এর ডিরেক্টর মোঃ মিনহাজ,
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাবেক প্যানেল মেয়র অধ্যাপক গোলাম মোস্তফা সরকার, বিশিষ্ট নাট্যকার ও লেখক মোঃ কামরুল ইসলাম (বাচ্চু মাস্টার), বিশিষ্ট নাট্যকার ও সমাজসেবক মোঃ আব্দুল মতিন (মতি চাচা), নগরচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হজরত আলী, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর উসমান গণি কুসুম, সাবেক কাউন্সিলর রেজাউল করিম সেলিম, ছাত্রকল্যাণ ট্রাস্টের সভাপতি মোঃ জয়নাল আবেদীন, ওয়াইম্যাক্স স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ আব্দুর রহমান বিপ্লব প্রমুখ।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং পুরষ্কার বিতরণ করা হয়।ক্রীড়া ও পুরষ্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।