
ময়মনসিংহ প্রতিনিধি :
নান্দাইল উপজেলার ৩নং নান্দাইল সদর ইউনিয়নের চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে ভাটি চারিয়া গ্রামের আব্দুল মন্নাসের ছেলে এনামুলের বিরুদ্ধে।
ভিক্টিমের পারিবার জানায়, গত ১০ মার্চ বিকালে নান্দাইল সদর ইউনিয়নের ভাটি চারিয়া গ্রামের আব্দুল মন্নাসের ছেলে এনামুল নামের বিবাহিত যুবক, ৯ বছর বয়সী শিশুকে ডেকে নিয়ে গোয়াল ঘরে ধর্ষণের চেষ্টা করে। পরে ভিকটিম শিশুর চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে আসলে থাকলে ভিক্টম শিশুকে ইটের ওপর আঁচড়ে ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ভিক্টিমের মা জানায়, এনামুল আমার মেয়ের সম্পর্কে চাচা। বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার আলোচনা হয়েছিলো। আলোচনায় আমরা মীমাংসা না হওয়ায়,এনামুল আমাকে হুমকি দিয়ে বলে তর ছোট মেয়েকে কিছু করতে পারিনি তাতে কি, তর বড় মেয়ে এখনো বাকি আছে। এর পর থেকেই নিরাপত্তাহীনতায় পরিবারটি ভুগছিল।
পুলিশ জানায়, ১৩ মার্চ সোমবার সন্ধ্যায় ভিকটিমের মা বাদী হয়ে থানায় অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে রাতেই এনামুলকে হেমগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানায়, ভিক্টিমের মা নিজে বাদী হয়ে লিখিত অভিযোগ করেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে এনামুলকে গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে গতকাল মঙ্গলবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।