Header Image

পাঁচশতাধিক মোটরসাইকেলে নিয়ে কেন্দ্রীয় যুবদলনেতা করিমকে সংবর্ধনাদিল ফুলবাড়িয়ায়  

ছবি সহ নিউজ টি দিয়ে

সাইফুল ইসলাম তরফদার ঃ

কেন্দ্রীয় যুবদলের প্রচার সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য সাবেক ছাএনেতা আব্দুল করিম সরকারকে সংবর্ধনা দিয়েছে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন।

মঙ্গলবার (১৪ মার্চ)বিকেলে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের ফুলেল সংবর্ধনার জবাবে করিম সরকার বলেন, দেশ আজ ভাল নেই। যতই হামলা-মামলা,জেল-জুলুম-নিপীড়ন চালানো হোক না কেনো দেশনেত্রীর মুক্তি নিয়ে কোন আপোষ নয়। সকল জুলুম-নিপীড়ন উপেক্ষা করে দেশনেত্রীর মুক্তি আন্দোলন জোরদার করতে হবে।তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করতে হবে।

এসময় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের পাঁচশতাধিক মোটরসাইকেল ও মাইক্রোবাস নিয়ে নেতাকর্মীরা তাকে ফুলেল সংবর্ধনা দেন। সংবর্ধনা দেয়া শুরু হয় উপজেলার ভালুকা, ত্রিশাল, সদর ও তার নিজ এলাকা ফুলবাড়িয়া উপজেলায়। মোটর শোভাযাত্রা শেষে তার নিজ বাড়ি এনায়েতপুর ইউনিয়নের ফুলতলায় তার বাবার কবর জিয়ারত শেষে সমাপ্ত করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বি এন পির যুগ্ম আহবায়ক সাবেক ছাএনেতা আশিকুল হক আশিক, মাসুদ আহমেদ মাসুদ, পৌর বি এন পির যুগ্ম আহবায়ক আনিছুর রহমান আনিছ, বিএন পির নেতা আব্দুল লতিফ চৌধুরী, রফিকুল ইসলাম মাখন,ঢাকা মহানগর যুবদল নেতা ফারুক হোসেন,গোলাম সারোয়ার,জেলা যুবদলের সহ সভাপতি আনোয়ার সাহাদাত আনার, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ইমরুল কায়েস এলিস,পৌর যুবদলের  সাধারণ সম্পাদক লুৎফর কবির সালেক,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কুদরত ই কামাল উজ্জল,মৎস্যজীবি দলের আহবায়ক মীর মোজাম্মেল হক,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন,সদস্য সচিব আলামিন, যুগ্ন আহবায়ক এজিএম ফাহাদ,পৌর ছাত্রদলের আহবায়ক হাসমত আলী মন্ডল,কলেজ ছাত্রদলের আহ্বায়ক রোমান মিয়া,যুবদলের নেতা আকরাম শিকদার,লতিফ মন্ডল,কৃষকদলের ফকর উদ্দিন মাসুম প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!