মফিদুল ইসলাম লাভলু(ময়মনসিংহ)
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা এর দিকনির্দেশনা কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ এর সার্বিক পরিচালনায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার এস আই (নিঃ) মোঃ আলাউদ্দিন, এস আই (নিঃ) উত্তম কুমার দাস, এএসআই (নিঃ) আমির হামজা সংগীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১৪/০৩/২০২৩ ইং রাতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন উইনারপাড় সাকিনস্থ জনৈক আজিজুল দোকানের সামনে হতে ২ জন মাদক ব্যবসায়ী ১। আব্দুল মন্নাফ ওরফে মুন্নাফ (৪৫), পিতামৃত-হাজী জাকের আহম্মেদ, সাং-পালংখালি পশ্চিম কেদারগুলা ২।শাহীন (২৪), পিতা মৃত-জসিম, সাং-ভালুকিয়া হারো ফকিরের পাড়া, উভয় থানা-উখিয়া, জেলা-কক্সবাজারদ্বয়কে গ্রেফতার করে।
তারা দীর্ঘদিন যাবৎ অত্র থানা এলাকা সহ বিভিন্ন জেলায় মাদক ব্যবসা করে আসছে। তাদের নিকট হতে ৫,০০০(পাঁচ হাজার)পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।