মোঃ আসাদুল ইসলাম মিন্টু, ত্রিশালঃ
ময়মনসিংহের ত্রিশালের ঐতিহ্যবাহী শিক্ষা-প্রতিষ্ঠান সরকারি নজরুল কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
১৫ই মার্চ (বুধবার) দিনব্যাপী নজরুল কলেজ মাঠ প্রাঙ্গনে সরকারি নজরুল কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ত্রিশাল পৌরসভার তিন তিনবার বিপুল ভোটে নির্বাচিত মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম মোঃ শামছুদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ত্রিশাল সরকারি নজরুল কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জয়নব রেখা।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এর আগে প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে খেলাধূলা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিসহ কয়েক শতাধিক প্রতিযোগী অংশ নেয়।