সাইফুল ইসলাম তরফদারঃ
বৃহস্পতিবার( ১৬ মার্চ)দুপুরে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের রঘুনাথপুর বাজারে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে, (SPAR) রঘুনাথপুর ছাত্র উন্নয়ন সংস্থার এর উদ্যোগে (SPAR) প্রতিযোগিতা মূলক পরীক্ষা ২০১৯ এর পুরস্কার সনদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহান মুক্তিযুদ্ধের সংগঠক সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি সভপতি আলহাজ্ব মোসলেম উদ্দিন এমপি।
সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়ের ডি.ভি. এম ও (SPAR) এর সভাপতি ডাক্তার গোলাম মোর্তজা কাজল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা পরিষদ সদস্য ফারজানা শারমিন বিউটি ও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শিমুল তরফদার।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ কৃষি ব্যাংকের সিলেট দয়ার বাজার শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুল আজিজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন( SPAR) এর সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম।
অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান জামান, ফুলবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোজাম্মেল হক,ছাত্রলীগের সহ-সভাপতি নিয়ামুল হাসান চৌধুরী, কামরুজ্জামান, যুবলীগ নেতা মহিউদ্দিন সারোয়ার হোসেন প্রমুখ।
আলোচনা শেষে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করেন প্রধান অতিথি।