স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রথম শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন হয়রানীর অভিযোগে জাহিদ খান (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার এ ঘটনাটি ঘটেছে উপজেলার তারুন্দিয়া গ্রামে।
জানা যায়, তারুন্দিয়া ইউনিয়নের জাহিদুল ইসলামের অন্তসত্বা স্ত্রী বালিহাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থীকে নিয়ে আবু সাঈদ খানের বাড়িতে টিকা নিতে যায়। এসময় একই গ্রামের মৃত সিরাজুল ইসলামের পুত্র ২সন্তানের জনক জাহিদ খান শিশুটিকে বিস্কুট খাওয়ানো কথা বলে তার মায়ের কাছ থেকে বাড়ি নিয়ে গিয়ে শিশুটির উপর যৌন নিপীড়ন চালায়।
শিশুটি তার মায়ের কাছে এসে ঘটনা বর্ণনা করলে মায়ের অভিযোগের প্রেক্ষিতে এলাকাবাসী অভিযুক্ত জাহিদ খানকে আটক করে উপজেলা প্রশাসনসহ পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাছিনুর রহমান ঘটনাস্থলে যান। এসময় তারুন্দিয়া ইউপি চেয়ারম্যান হাসান মাহমুদ, তারুন্দিয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি আব্দুর রব, বালিহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
পরে পুলিশ অভিযুক্ত জাহিদ খান ও ভিকটিমকে থানায় নিয়ে আসে।
এব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাছিনুর রহমান জানান, অভিযুক্তের বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন আইনে মামলার প্রস্তুতি চলছে। ভিকটিমকে ডাক্তারি পরিক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।