আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি ঃ
১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ময়মনসিংহের ভালুকায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে
মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসটির সূচনা করা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা কেক কাটা ও পুরস্কার বিতরণ,বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় ।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি,
জেলা আওয়ামীলিগের সদস্য আলহাজ্ব এম,এ ওয়াহেদ, পৌর মেয়র মেজবাহ উদ্দিন আহমেদ কাইয়ূম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ, সহকারী কমিশনার ভূমি সোমাইয়া আক্তার ,মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন, বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান সহ প্রশাসনিক কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।