Header Image

ত্রিশালে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ, আহত ১২

জাহাঈীর আলম.

ময়মনসিংহের ত্রিশালে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সিনিয়র সাংবাদিক ও কবি রওশন ঝুনুও রয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর (উকিলবাড়ি মোড়) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে ময়মনসিংহ থেকে একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। ত্রিশালের বৈলর এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপর দিয়ে উঠলে বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসের চালক এবং ১১ যাত্রী আহত হন।

পরে স্থানীয়রা রওশন ঝুনুসহ আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন দৈনিক ভোরের আকাশকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক-হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!