সাইফুল ইসলাম তরফদার :
সোমবার উপজেলার কুশমাইল বদর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ময়মনসিংহের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল।
বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি অ্যাড. ইমদাদুল হক সেলিম। অন্যান্যদের মধ্যে ময়মনসিংহ শিক্ষাবোর্ডের উপ কলেজ পরিদর্শক জামাল উদ্দীন আহমেদ, ময়মনসিংহ শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক শাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. চান মিয়া। খেলা পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষক মো. আমিরুল ইসলাম।