Header Image

নান্দাইলে পিতার নামে এতিমখানা’র উদ্বোধন করলেন ভূমি কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন ভূইয়া

 

ষ্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার নিজ গ্রামে মরহুম পিতা ডাঃ মকবুল হোসেন এর নামে এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন
উপজেলার বৈতাগীর ইউনিয়নের কৃতি সন্তান,জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি ইখতিয়ার উদ্দিন ভূইয়া। রবিবার (১৯মার্চ) বেলা ১১ টায় উপজেলার বৈতাগীর ইউনিয়নের শিবপুর গ্রামে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে নিয়ে মতবিনিময় ও আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে তিনি তার পিতার নামে এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন, ময়মনসিংহ পৌর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা ও জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি ইখতিয়ার উদ্দিন ভূইয়া।

মাদ্রাসার মোহতামিম মাওলানা আব্দুল আহাদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দেশবরেণ্য উলামায়ে কেরামগণ ও জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সাধারন সম্পাদক ফিরোজ আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ ।

এসময় বক্তারাৎ সমাজের এতিম, হতদরিদ্র ও অসহায় শিশুদের ধর্মীয় সহ শিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিজ পিতার নামে আধুনিক এবং মানসম্পনন্ন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা গড়ে তোলায় ইখতিয়ার উদ্দিন ভূইয়ার ভূয়সী প্রশংসা করেন। দ্বীনি ইসলামি শিক্ষার প্রসার এবং অসহায় এতিম শিশুদের সুস্থভাবে বেড়ে উঠার জন্য এই প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করে এমন একটি মহৎ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ইখতিয়ার উদ্দিন ভূইয়ার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এছাড়া নিজ পেশাগত দায়িত্ব পালনে ময়মনসিংহ পৌর ভূমি অফিসে ইখতিয়ার উদ্দিন ভূইয়ার সৎ কর্ম ও সততার জন্যও তার প্রশংসা করেন বক্তারা।

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও ব্যবসায়ী সহ গ্রামের আপামর জনসাধারন অংশগ্রহন করেন।

ডাঃ মকবুল হোসেন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার
উদ্বোধন উপলক্ষ্যে এদিন সকাল থেকে এলাকায় উৎসবমূখর পরিবেশ বিরাজ করে। দুপুরের পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, নান্দাইলের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান ও উপজেলার শিনপুর গ্রামের সম্ভ্রান্ত মাহমুদ পরিবারের সন্তান ইখতিয়ার উদ্দিন ভূইয়া। তিনি তাঁর পিতা ডাঃ মকবুল এর নাম স্মরনীয় রাখার জন্য এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা স্থাপন করলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইখতিয়ার উদ্দিন ভূইয়া ডাঃ মকবুল হোসেন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা গঠনের লক্ষ ও উদ্দেশ্য সম্পর্ক বলেন,আমার কোন রাজনৈতিক উচ্চবিলাসি নেই। মা-বাপের সৌজন্যে আমরা এই পৃথিবীতে এসেছি। তাঁরা কেউ জীবিত নেই। কিন্ত সন্তান হিসেবে মা-বাবার স্মৃতি ধরে রাখতে, তাদের কল্যাণে আমার কিছু করণীয় আছে। তাই সমাজের হতদরিদ্র, অসহায় এতিম শিশুদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা ও স্বাস্থ্য, অন্ন, বস্ত্র, বাসস্থানসহ তাদের মৌলিক চাহিদা পূরণের লক্ষে আমার এই ক্ষুদ্র উদ্দ্যেগ। তারই অংশ হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে বৈতাগীর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের অসহায় কিছু মানুষকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন হয়রত মাওলানা আবুল ফজল,আবুল কালাম আকন্দ, হযরত মাওলানা ইব্রাহিম কাশেমী,তালতলা ইউনুছিয়া হাফেজিয়া মাদ্রাসার মোহতামিম ওয়ালিউল্লাহ, খারুয়া মাদ্রাসার মোহতামিম হযরত মাওলানা আব্দুস ছাত্তার, মাদ্রাসায় মুয়াজ্জিনে জামাল হাফিজিয়া মাদ্রাসার মহা পরিচালক শহীদ উল্লাহ,কৃষ্টপুর জামে মসজিদের ইমাম রাহাত প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!