ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহে নানা আয়োজনে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৯৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃর্তিতে পুষ্পমাল্য অর্পণ করে দলের নেতাকর্মীরা। সোমবার (২০ মার্চ) বিকেলে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির বাসভবনস্থ ময়মনসিংহের জাতীয় পার্টির কার্যালয়ে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির বিশ্বস্ত আস্থাভাজন আব্দুল আউয়াল সেলিম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন বিল্লাল,শাহজাহান,সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও পরানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ সরকার,সদস্য সচিব আবজাল হোসেন হারুন,যুগ্ম আহবায়ক মকবুল হোসেন,রমজান আলী,লিটন মিয়া,মহিলা জাপা নেত্রী রেখা রাণী সরকার,ইউপি সদস্য আসমা খাতুন, ইসমতসরা মীরা মেম্বার, জাতীয় যু সমাজ নেতা জালাল উদ্দিন প্রমুখ।
এ সময় মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির বিশ্বস্ত আস্থাভাজন আব্দুল আউয়াল সেলিম
বলেন, নয় বছরের শাসনামলে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ সারা দেশে উন্নয়নের বীজ বপন করে গেছেন। ৬৮ হাজার গ্রাম বাংলার মানুষের জন্য তিনি কাজ করেছেন। নিভৃত পল্লী থেকে শহরতলিতে উন্নয়নের ছোঁয়া লেগেছে। তিনি নাম ফলকের রাজনীতি করেননি। এ কারণে দেশের মানুষের হৃদয়ে তার স্থান হয়েছিল।
আলোচনা সভার আগে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর ও সদর উপজেলা জাতীয় পার্টির নেতারা। এ ছাড়া দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকেও দলের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ ছাড়াও জাতীয় পার্টির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।